
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মালদা থেকে যাত্রা শুরু "অমৃত ভারত" এক্সপ্রেসের। ট্রেনের সূচনাকালে স্টেশনে ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী সহ বিধায়করাও। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ট্রেনের প্রতিটি কোচ। ট্রেনজুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ট্রেনটির গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার।